প্রতিটি থানার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে এবার তৎপর হয়ে উঠল লালবাজার পুলিশ স্টেশন। সুপ্রিম কোর্টের একগুচ্ছ নির্দেশনামা অনুযায়ী প্রতিটি থানায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অডিও ও ভিডিও রেকর্ডিং-এর ব্যবস্থা থাকতে হবে, এ ছাড়াও সিসিটিভির সমস্ত তথ্য আঠেরো মাস পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, যার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট থানার ওসিদের।
সুপ্রিম কোর্টের পাঠানাও নির্দেশিকা অনুসারে, একটি থানার লকআপ, করিডর, ওসি ও ইনস্পেক্টরদের ঘর, রিসেপশন সহ কোন কোন জায়গায় সিসিটিভি রাখতে হবে তার একটি তালিকাও পাঠানো হয়েছে। সূত্রের খবর, কলকাতা পুলিশের প্রতিটি থানায় বর্তমানে তিনটি করে সিসিটিভি ক্যামেরা রয়েছে যেগুলির দ্বারা ওই থানার ওসিদের ঘর থেকে নজরদারি চালানো হয়। কিন্তু এই সিসিটিভি ক্যামেরাগুলিতে অডিও রেকর্ডিং-এর কোনো ব্যবস্থা নেই। ফলে সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী, ঢেলে সাজাতে হবে সিসিটিভি সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা।
লালবাজারের এক পুলিশকর্তার বয়ান অনুযায়ী, ২৭ জানুয়ারির আগে সব থানায় সিসিটিভি লাগানো শেষ করে বিশদ রিপোর্ট জমা দেওয়া হবে।