আজ অর্থাৎ ২১ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালে শ্যামবাজার থেকে জেড পর্যন্ত পদযাত্রা করেন। তিনি রেড রোডে সভা থেকে নেতাজিকে উপেক্ষা করার জন্য কেন্দ্র সরকারকে যেমনভাবে তীব্র আক্রমণ করেন ঠিক তেমনভাবেই বাংলাকে কেন্দ্রের বঞ্চনা ও অবহেলা করার কথা তুলে ধরেন। তিনি আজ রেড রোডের সভা থেকে কলকাতাকে দেশের অন্যতম রাজধানী করার দাবি তুলেছেন। তিনি প্রস্তাব দিয়েছেন যে, "কলকাতার পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত, উত্তর-পূর্ব ভারতে মোট ৪ টি রাজধানী ঘোষণা করতে হবে। তারপর ভারতবর্ষের চারটি রাজধানীতে সংসদের অধিবেশন ঘুরিয়ে-ফিরিয়ে বসবে।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাংলার মাহাত্ম্য ব্যক্ত করতে গিয়ে বলেছেন, "স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছিল বাংলা ও বিহারে। গান্ধীজী স্বয়ং বেলেঘাটা এসে আন্দোলন করেছিলেন। স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন নবজাগরণ, বিধবা বিবাহ প্রচলন এবং বাল্যবিবাহ রোধ হয়েছিল এই বাংলার বুকে। বাংলা আর কোনো অবহেলা সইবে না। নেতাজির নাম বললে আমাদের বুকে আবেগ সৃষ্টি হয়। দু পাতার বই পড়ে নেতাজিকে চেনা যায় না।"
অন্যদিকে মুখ্যমন্ত্রীর কলকাতাকে দেশের অন্যতম রাজধানী করার দাবির পিছনে অনেকে রাজনৈতিক স্বার্থ দেখতে পাচ্ছে। আসলে বিধানসভা নির্বাচনের আগে কলকাতাকে দেশের অন্যতম রাজধানী হিসেবে ঘোষণা করাতে পারলে তৃণমূলের ভোটব্যাঙ্ক সমৃদ্ধ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তৃণমূলের লোকসভার নেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে এই ব্যাপারে সরব হওয়ার নির্দেশ দিয়েছেন।