আগামী সোমবার অর্থাৎ ৫ই অক্টোবর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানাবে যে কলকাতায় এখনই পুরভোটের আদর্শ পরিবেশ আছে কিনা। কলকাতা পুরসভার প্রশাসক বোর্ড বৈধ এই মর্মে হাইকোর্টে রায় দেওয়ার পর, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। তার শুনানিতেই নির্বাচন কমিশন কে কলকাতায় ভোট করার মত পরিবেশ আছে কিনা জানাতে বলে সুপ্রিম কোর্ট। মে মাসে কলকাতা পুরসভার পুরবোর্ডের মেয়াদের শেষ দিন ফিরহাদ হাকিম কে প্রশাসকমন্ডলী হিসাবে নির্বাচন করে যে বিজ্ঞপ্তি দেওয়া হয় সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়।
হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এই নতুন প্রশাসক বোর্ডকে 'কেয়ারটেকার বোর্ড' হিসাবে চিহ্নিত করেন। শহরে যাতে করোনা পরিস্থিতিতে কাজ আটকে না যায় তাই জন্যেই কেয়ারটেকার বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া আছে। তবে মামলাকারী পক্ষ এই রায়ে খুশি নন। বিগত শুনানিতে সুপ্রিম কোর্ট কলকাতায় এখনই পুরোভোট করা যায় কিনা সে ব্যাপারে জানানোর জন্য নির্বাচন কমিশন কে তলব করে।