অসুস্থ যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এবার কলকাতা পুলিশের মানবিকতার অনন্য নজির দেখা গেল। আসলে বাসের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন এক যাত্রী। বাসটি আজ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ সায়েন্স সিটি দিয়ে যাচ্ছিল। গড়িয়াগামী ওই মিনিবাসের মধ্যে হঠাৎই এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে ও তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তারপর সে অজ্ঞান হয়ে যায়। বাসে কিছু চেচামেচি হচ্ছে শুনে সায়েন্স সিটি কাছে ডিউটিতে থাকা তিলজালা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী বাসে উঠে। বাসে উঠে অসুস্থতার খবর দেখে তিনি সঙ্গে সঙ্গে অন্যান্য অফিসারদের সাথে বাসের চালককে হাসপাতালে চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

সন্ধ্যেবেলা বিশাল যানজটের মধ্যে তারা লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে কথা বলে বাইপাসে গ্রিন করিডোর সৃষ্টি করে। তারপর ওই বাসটিকে অন্যান্য যাত্রীসহ পুলিশের গাড়ি এসকর্ট করে মাত্র ৭ মিনিটের মধ্যে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে ভর্তি করার পর তার পরিবারের লোককে খবর দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। যতক্ষণ না পরিবারের লোক আসে ততক্ষণ নিজেরা আত্মীয়ের মতো ওই অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ায় কলকাতা পুলিশ। আসলে অসুস্থ হলে গ্রিন করিডোর করে হাসপাতালে নিয়ে যাওয়া সাধারন ব্যাপার। কিন্তু যাত্রীসহ গোটা বাসকে গ্রিন করিডোর করে হাসপাতালে নিয়ে যাওয়া বেশ বিরল বটে।