কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার নির্দেশে এবার শহরের নিরাপত্তা, বিশেষভাবে রাত্রিকালীন সুরক্ষার জন্য আরও জোরদার করা হল। প্রতিটি থানায় মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে পৃথকভাবে হেল্প ডেস্ক রাখা হবে বলেই জানান সিপি।
রাজ্যে বিধানসভা ভোটের আগে দিকে দিকে আচমকাই গরম হচ্ছে পরিস্থিতি। তাই জনসাধারণের সাবধানতার প্রয়োজনে কী পদক্ষেপ গ্রহণ করা যায়, সেই সংক্রান্ত বৈঠকে শুক্রবার থানার ওসি, সহকারী ওসি ও পুলিশ আধিকারিকদের সাথে বৈঠকে বসেন সিপি। লালবাজার সূত্রে জানানো হয়েছে থানা এলাকায় বাড়তি নজরদারি ও রাতের শহরে টহলদারি বাড়ানো হবে। নাকা চেকিং চলবে জোরকদমে। রাতে বেপরোয়া গতি ও পথ-দুর্ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। আসন্ন বড়দিন ও পার্টির মরসুমে আরও সজাগ থাকবে পুলিশ। ট্রাফিক পুলিশ ও স্থানীয় থানাগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে।