মাত্র ১০০ টাকার জন্য নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে খাস কলকাতার (Kolkata) বুকে। উত্তর কলকাতার জোড়াসাঁকোয় (Jorasanko) রবিবার সকালে জাকারিয়া স্ট্রিট ও বালাজি দত্ত লেনের সংযোগস্থলে রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়। ওই মৃত যুবকের নাম রঞ্জিত এবং তিনি পেশায় ভ্যানচালক। দেহ উদ্ধার করে ভ্যানচালকের রহস্যমৃত্যু অনুসন্ধানে নামে কলকাতা পুলিশ। মাত্র ২৪ ঘন্টার মধ্যে ভ্যানচালকের খুনের কিনারা করে নেয় পুলিশ। তদন্ত করে তারা জানতে পারে যে মাত্র ১০০ টাকার জন্য রঞ্জিতকে খুন করা হয়েছে। দুষ্কৃতীরা তাঁকে নৃশংস ভাবে আঘাত করে এবং মৃতদেহের মাথা এবং আঙুলে কাটা ও আঘাতের চিহ্ন পাওয়া যায়। এমনকি ওই যুবকের মৃত্যু নিশ্চিত করতে তাঁর গলায় ফাঁস অবধি দেওয়া হয়।
তদন্ত করতে নেমে কলকাতা পুলিশ প্রথম ওই গলির মোড়ের সিসিটিভি সংগ্রহ করে। তাতেই দেখা যায় কয়েকজনের ভিডিও। সেই সূত্র ধরে পুলিশ সমীর নামের এক যুবক এবং তার দুই সঙ্গীকে আটক করেছে। ওই সমীর মৃত যুবকের সঙ্গে ভ্যান চালানোর কাজ করত। তার বদলে রঞ্জিত তাকে টাকা দিত। কিন্তু চলতি সপ্তাহে রঞ্জিত তাঁর সঙ্গীকে টাকা দেয়নি। সেই কারণে মাত্র ১০০ টাকার জন্য সমীর ও তার সাথীরা নৃশংসভাবে রঞ্জিতকে খুন করে। গতকাল গ্রেপ্তারের করে রাতভর জেরা করলে ওই তিন যুবক তাদের খুন করার কথা স্বীকার করে নেয়। কলকাতা পুলিশ হারু কর্মকার, ফিরোজ খান ও মহম্মদ সমীরকে খুনের দায়ে গ্রেফতার করেছে।