আর্থিক লেনদেন সূত্রে শুরু বিবাদ। সেই বিবাদের জেরেই প্রাণ হারালেন ঝাড়খন্ড শহরের এক ব্যবসায়ী। মৃতের নাম মহম্মদ সাইফ খান। তিনি পেশায় নির্মাণ ব্যবসায়ী ছিলেন। তবে পাশাপাশি তিনি সুদের ব্যবসা করতেন। জানা গিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় বাইক নিয়ে তিনি সুদের টাকা আদায় করার জন্য বের হয়েছিলেন। কিন্তু রাতের মধ্যে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ওই ব্যক্তির নিখোঁজ ডায়েরি করে নিউমার্কেট থানায় (New Market Police Station)। পরের দিন ঝাড়খণ্ডের জামতারা জেলার এক নির্জন জায়গা থেকে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের সময় তার পকেট থেকে মোবাইল ফোন, বাইকের চাবি এবং নগদ ৫ হাজার টাকা পাওয়া যায়। দেহ উদ্ধার হওয়ার পর থেকেই ঘটনা তদন্ত করতে নামেন কলকাতা পুলিশ (Kolkata Police)।
তদন্ত করতে নেমে কলকাতা পুলিশ একবালপুর থেকে মহম্মদ আফতাব আলম ও নাজরে আলম নামক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের তদন্তকারীরা জানিয়েছেন, মৃত ব্যক্তি মহম্মদ সাইফ খানের কাছ থেকে ধৃত দুই ব্যক্তি ১৫ লাখ টাকা ধার করেছিল। তাদের ৩-৪ লাখ টাকা শোধ করা বাকি ছিল। সেই টাকা দেওয়ার জন্য ওই ব্যক্তি চাপ দেওয়ায় তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে ঝাড়খন্ডে নিয়ে গিয়ে সিরিয়ালের কায়দায় খুন করে তারা। ইতিমধ্যেই অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে পড়শী রাজ্যে নিয়ে গিয়েছে সেখানকার মিহিজাম থানার পুলিশ।