কলকাতা পুরসভার (Kolkata Municipality) নির্ঘন্ট প্রকাশের পরেই সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম (Cpm)। একুশের বিধানসভা নির্বাচনের মতোই পুরসভা নির্বাচনেও তারুণ্যেই ভরসা রাখলেন রাজ্য সিপিএম নেতৃত্ব। পরিসংখ্যান বলছে ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১২৭ টি ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি ১৭ টি আসন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলদের ছেড়ে দেওয়া হয়েছে, যারা তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে কঠিন লড়াই দিতে পারবে। মোট প্রার্থীর প্রায় ৫০ শতাংশের বয়স ৫০-এর নীচে। প্রার্থী তালিকায় মহিলা প্রার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 'রেড ভলান্টিয়ার', এসএফআই, ডিওয়াইএফআই কর্মীদেরও প্রার্থী তালিকায় রাখা হয়েছে।
গতকালের প্রকাশিত প্রার্থী তালিকায় ১২৭ টি ওয়ার্ডের নাম ঘোষণা করেছে সিপিএম। এর মধ্যে ৯০ টি আসন সিপিআই(এম), সিপিআই ১৩ টি আসনে, ফরওয়ার্ড ব্লক ১১ আসনে, আরএসপি ৭, আরসিপিআই ২ এবং এমএফবি ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া বাকি তিনটি আসন এখনও চূড়ান্ত হয়নি। কলকাতা পুরভোটে সবচেয়ে বড় চমক রেড ভলান্টিয়ারদের এবার নির্বাচনে দেখা যাবে। কোভিড পরিস্থিতিতে যেভাবে বিভিন্ন এলাকায় মানুষের পাশে দেখা গেছে, এবার পুরসভার নির্বাচনেও দেখা যাবে এই তরুণ ব্রিগেডকে। ১ নম্বর ওয়ার্ডের পল্লব মুখোপাধ্যায়, ৪৮ নম্বর ওয়ার্ডের অন্বেষা দাস, ১১০ নম্বর ওয়ার্ডের তনুশ্রী মন্ডলদের প্রার্থী করেছে সিপিএম।
একুশের বিধানসভা নির্বাচনে সিপিএমের ভরাডুবির পরেও মাঠে-ময়দানে, আন্দোলনে এই লাল ব্রিগেডকেই রাস্তায় দেখেছে মানুষ। তাই একাংশের বক্তব্য, পুরভোট মানেই পাড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া। করোনার সময় ওই ছোট ছোট ছেলেগুলি যেভাবে ঘাড়ে অক্সিজেন সিলিন্ডার বয়ে বেড়িয়েছে, কিংবা মানুষের পরিষেবায় নিজেদের জীবন বাজি রেখেছে, এরাই নির্বাচনে অংশগ্রহণ করলে মানুষ তাদের পাশে থাকবে। কারণ পাড়ায় বিপদ হলে দিনের শেষে ওই ছেলেগুলোই পাশে এসে দাঁড়াবে। তাই এবারের পুরভোটের প্রার্থী তালিকায় সিপিএমের কোন তারকা প্রার্থী নেই, বরং আছে সিপিএমের তরুণ-তুর্কী।