২০১৩ সালে ২২ এপ্রিল সারদা মামলায় (Sarada Scam) কাশ্মীর থেকে কলকাতা (Kolkata) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন এবং তাঁর ছায়াসঙ্গী দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukherjee)। গ্রেপ্তার হওয়ার এক বছরের মধ্যে সারদার ট্যুর এন্ড ট্রাভেলস মামলায় অভিযুক্ত হন দেবযানী। তারপর রাজ্যের সমস্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে জামিনের আবেদন করেছেন তিনি। সেই জামিনের আবেদনের মামলা চলছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে। অবশেষে আজ অর্থাৎ শনিবার কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt) তাঁকে রাজ্য চলা সমস্ত মামলা থেকে জামিনের অনুমতি দিয়েছে। তবে জামিন পেলেও সারদা মামলা মূল অভিযুক্ত হিসাবে দেবযানীর নাম থাকবে। প্রসঙ্গত, রাজ্যের পাশাপাশি অসম, ওড়িশায় সারদার বেশ কয়েকটি মামলা চলছে এখনও। সেই কথা বিচার করে জামিন পেলেও দেবযানীর জেলমুক্তি হবে নাকি তা নিয়ে সন্দেহ রয়েছে।
আজকে কলকাতা হাইকোর্টে শুনানিতে সিবিআই দেবযানীর মামলার পরিপ্রেক্ষিতে আরও কিছু সময় চেয়ে নেয়। কিন্তু হাইকোর্ট তা দিতে অস্বীকার করে। এক বিশেষ বেঞ্চ এ জামিন মঞ্জুর হয় দেবযানীর। জানা গিয়েছে, ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পাওয়া যাবে। এই সিদ্ধান্তের জন্য ৭ বছর পর সারদার ট্যুর এন্ড ট্রাভেলস সহ একাধিক মামলা থেকে নিষ্কৃতি পেলেন দেবযানী। তবে রাজ্যের বিভিন্ন থানায় ১০০ টির বেশি মামলা রয়েছে দেবযানীর বিরুদ্ধে যারা এখনও চার্জশিট জমা পড়েনি। এছাড়া গুয়াহাটি ও ভুবনেশ্বরে চলছে মামলা। সেক্ষেত্রে আপাতত এখন জেলে থাকতে হবে দেবযানীকে।