এবার থেকে সপ্তাহে সাতদিনই মিলবে কলকাতা দিল্লির বিমান পরিষেবা। আবেদনের প্রায় একমাস পর অনুমতি সহ কেন্দ্রের তরফ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী দেওয়া হয়েছে দমদম বিমানবন্দরকে। এই সপ্তাহ থেকেই পরিষেবা পাবেন যাত্রীরা, এমনটাই সূত্রের খবর।
করোনাকালীন দীর্ঘ লকডাউনে বন্ধ ছিল নিত্যদিনের বিমান সুবিধা। এয়ারপোর্ট অ্যাডভাইসারির চেয়ারম্যান ও তৃণমূল সাংসদ সৌগত রায়ের মতে রাজধানী সমেত ছ'টি শহর থেকে নিয়মিত হবে উড়ান যাতায়াত। এতদিন দিল্লি সহ মুম্বাই, চেন্নাই, নাগপুর, পুনে, আমেদাবাদ থেকে কলকাতা মাওয়া-আসা দুদিকেই সপ্তাহে তিনদিন চালু ছিল। তবে দিল্লি কলকাতা এই যোগাযোগ প্রতিদিনের জন্য হলেও বাকি শহরগুলি এখনো অনুমোদন পায়নি। যাত্রী সুবিধার কথা ভেবেই নবান্ন থেকে এই নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকা পাওয়া মাত্রই পুরোদমে কাজ শুরু করেছে কলকাতা ও রাজধানী। ট্রাভেল এজেন্সি কর্তাদের দাবি খুব তাড়াতাড়ি বাকি শহরেও পরিষেবা রোজ চালু হলে পর্যটন সমস্যাও অনেকটা মিটবে।