নিয়মিত মেট্রোতে যাতায়াত করেন? স্মার্টকার্ড রয়েছে নিশ্চয়ই? রিচার্জের লাইনে দাঁড়াতে গলদঘর্ম অবস্থা হতে হয়? তবে এবার লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ। এবার টেকনোলজির দৌরাত্মে ফোনের মাধ্যমেই মেট্রোর স্মার্টকার্ড রিচার্জ করতে পারবেন আপনি। এরআগে ট্রেনে-বাসের টিকিট অনলাইনে কাটার ব্যবস্থা ছিল, কিন্তু মেট্রোয় ছিল না সেই সুবিধা। যদিও নিত্যযাত্রীরা লাইনের জঞ্ঝাট এড়াতে আগেভাগেই স্মার্টকার্ড করে রেখেছেন। তবু বহু লোক রয়েছে যারা টোকেন কেটে যাতায়াত করেন। আর তাই কার্ড রিচার্জ করাতে গিয়েই মহা ঝক্কিঝামেলা পোহাতে হয়।
তবে এবার স্মার্টফোনে কয়েকটা ক্লিক করলেই রিচার্জ অনলাইনেই সেরে নিতে পারবেন আপনি। কিভাবে সম্ভব এটা? ধাপে ধাপে দেখে নিন গোটা প্রক্রিয়া।
১) প্রথমে গুগল প্লে স্টোর থেকে Metro Ride Kolkata অ্যাপটি ডাউনলোড করুন। এবার অ্যাপটিতে যে সব তথ্য চেয়েছে যথা নাম, মোবাইল নম্বর, ঠিকানা এবং ইমেইল আইডি ফিল করুন।
২) তথ্য সাবমিট করে ব্যক্তিগত পাসওয়ার্ড দিন।
৩) আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি এন্টার করুন।
৪) অ্যাপটির নিচের দিকে বুকিং অপশনে ক্লিক করুন।
৫) এখানে আপনি Topup Card অপশন পাবেন। এতে ক্লিক করুন। একটি পেজ আসবে। এই পেজে আপনার কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং মেইল আইডি চাওয়া হবে। অন্যদিকে আপনি যত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্ট টাইপ করুন।
৬) এবার Confirm অপশনে ক্লিক করে কীভাবে টাকা পে করবেন তা বাছুন। ব্যাস এভাবেই বিনা ঝক্কিতে অনলাইনে রিচার্জ করে ফেলুন।
প্রসঙ্গত উল্লেখ্য, এই অ্যাপের সাহায্যে কার্ডের ব্যালেন্সও দেখে নিতে পারবেন আপনি। এমনিতেই স্মার্টকার্ড রিচার্জে অতিরিক্ত ১০% ব্যালেন্স মেলে। অর্থাৎ ১০০ টাকায় ১১০ টাকা। ১০০০ টাকায় ১১০০ টাকা। এই অ্যাপের মাধ্যমে মেট্রোর সময়সূচি এমনকি রুট পর্যন্ত দেখতে পারবেন আপনি।