শীতের কলকাতায় চলচ্চিত্র উৎসব মানেই এক আলাদা আমেজ। তবে অন্যান্য বছরের মতো উৎসব অনুষ্ঠিত হলেও আনন্দে ভাটা পড়বে অনেকটাই। উৎসব কমিটির তরফ থেকে এবছর ভার্চুয়াল ফেস্টিভ্যালের আহ্বান জানানো হয়েছিল যা সাদরে গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরে নভেম্বর থেকে পিছিয়ে একুশের জানুয়ারীর ৮ থেকে ১৫ তারিখ জুড়ে চলবে ২৬ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উদযাপন।
তবে অন্যান্য বছর নেতাজি ইনডোর স্টেডিয়ামে যে তাক লাগানো উদ্বোধনী অনুষ্ঠান হয়, তা এবার হবে না। সদ্যপ্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, ইরফান খান, ঋষি কাপুরের ছবিতে সমৃদ্ধ থাকবে উৎসবের ঝুলি। স্থাননির্বাচনের ক্ষেত্রেও সতর্কতার পথেই হেঁটেছেন আয়োজকরা। তাই ভ্যেনুর সংখ্যা কমানো থেকে শুরু করে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনগুলি বন্ধই রেখেছেন তারা। নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন সহ ছটি জায়গায় একটি অ্যাপের মাধ্যমে অগ্রিম সিট বুক করে শারীরিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা থাকবে।