দীপাবলির রাতে চারিদিক যখন আলোয় ভরে উঠেছে, সেই সন্ধিক্ষণেই নিউটাউনের হাতিয়ারা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে যায়। সন্ধে সাড়ে ৬ টা নাগাদ আগুন লাগে নিউটাউনের নিবেদিতা পল্লীতে। সেই আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত করে দেয় হাতিয়ারা বস্তি। বস্তির ঝুপড়ি গুলি কাঠ ও বেড়া দিয়ে দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের দশটি গাড়ি উপস্থিত হয় কিন্তু এলাকার রাস্তা সরু হওয়ায় দূর থেকেই পাইপে করে জল দিয়ে নেভানোর চেষ্টা করা হয়।
আগুন লাগার কারণ এখনও কিছু জানা যায়নি। তবে আতসবাজি থেকে আগুন লেগেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তিন চারটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেরও আওয়াজ পাওয়া গেছে। এলাকায় যেহেতু প্রচুর মানুষের বসবাস ফলে উদ্বিগ্ন ছিল পুলিশ। তবে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।