ফের অসুস্থ বোধ করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। নিয়ে যাওয়া হচ্ছে SSKM হাসপাতালে। হতে পারে এমআরআই পরীক্ষা। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের স্নায়বিক কিছু সমস্যা হচ্ছে। প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথা ঘোরানো এবং অন্য আরও কিছু সমস্যা রয়েছে। স্নায়ুর সমস্যাও রয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার বিকেলে তাঁকে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজির নিউরো মেডিসিন বিভাগে নিয়ে যাওয়া হয়। তাঁর মস্তিস্কের এমআরআই অথবা সিটি স্ক্যান করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। রাজ্যপালের স্ত্রীও তাঁর সঙ্গে রয়েছেন।
বিকেলের দিকে হাসপাতাল থেকে বেরিয়ে রাজ্যপাল জানান, তাঁর শরীর ভালো আছে। তাঁর কথায়, "স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। মেডিক্যাল রিপোর্ট এবং এমআরআই রিপোর্টের ফল ভালো এসেছে। আমার শরীর ভালো আছে। দ্রুততার সঙ্গে পুরো বিষয়টি দেখার জন্য চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ। আমার স্বাস্থ্য ভালো আছে।"
প্রসঙ্গত, রাজ্যপালের বয়স এখন সত্তর। বারংবার অসুস্থবোধ করছেন তিনি। গত সপ্তাহ শুক্রবারই (১ এপ্রিল) ঠাকুরনগরে মতুয়া মেলায় যাওয়ার সময় অসুস্থ বোধ করছিলেন রাজ্যপাল। সেজন্য বিধাননগর কমিশনারেটের তেঘরিয়া থেকে গাড়ি ঘুরিয়ে ধনখড়কে রাজভবনে আনা হয়েছিল। সেখানেই তাঁর প্রয়োজনীয় চিকিৎসকরা হয়েছিল।