গত ১৭ সেপ্টেম্বর পেটের নাড়িভুঁড়ি জড়িয়ে যাওয়ার সমস্যা নিয়ে বছর দেড়েকের শিশুটিকে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়। দিনের পর দিন ভর্তি থেকে অবস্থার কোনো উন্নতি হয়নি। উল্টে অবনতিই হচ্ছিলো রোজ। পরিবারের দাবি তাদের না জানিয়েই শিশুটিকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে দিয়ে দেওয়া হয়। এমনকি বারবার শিশুটিকে অন্যত্র নিয়ে গিয়ে চিকিৎসা করানোর প্রসঙ্গ তুললেও তাতে কর্ণপাত করেননি ওর দায়িত্বে থাকা চিকিৎসক দেবাশিস দেবনাথ ও সুজয় পাল।
শনিবার মৃত্যু হয় শিশুটির। পরিবারের পক্ষে তাদের অভিযোগগুলিকে সামনে রেখে ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে ফুলবাগান থানায় এফআইআর দায়ের করা হলো। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসকরা।