ফের বাংলা সাহিত্য জগতে করোনার (Coronavirus) কোপ। দিনকয়েক আগে শঙ্খ ঘোষ (Shankha Ghosh)-এর পরলোকগমনের শোক কাটিয়ে ওঠার আগে ফের শোকের ছায়া বাংলার সাহিত্য জগতে। প্রয়াত সাহিত্যিক অনীশ দেব (Anish Deb)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০, বেসরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত মঙ্গলবারই জানা গিয়েছিল, তাঁর অবস্থা সংকটজনক, প্রয়োজন ছিল এবি পজিটিভ রক্তের। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্লাজমার খোঁজে পোস্ট শেয়ার করছিলেন। শেষ পর্যন্ত তা জোগাড় হলেও ফেরানো গেল না সাহিত্যিককে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাংস্কৃতিক মহল।
দীর্ঘ লেখালেখির জীবনে কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি, রহস্য রোমাঞ্চ ধারায় অসামান্য সব লেখা বাংলার পাঠক উপহার পেয়েছে অনীশ দেবের থেকে। 'ঘাসের শীষ নেই', 'তীরবিদ্ধ', 'সাপের চোখ'-এর স্রষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন রিডার অনীশ দেবের লেখালিখির শুরু ১৯৬৮ সালে। সম্পাদনা করেছেন সেরা কল্পবিজ্ঞান, সেরা কিশোর কল্পবিজ্ঞানের মতো গ্রন্থ। তাঁর জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বই যেমন, বিজ্ঞানের হরেকরকম, হাতে কলমে কম্পিউটার, বিজ্ঞানের দশদিগন্ত ইত্যাদি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসাবে কর্মজীবন শুরু করেন অনীশ। পরবর্তী সময়ে রাজাবাজার সায়েন্স কলেজে যোগ দেন। কয়েক বছর আগে অবসর নেওয়ার পরে এক বেসরকারি কলেজে কর্মরত ছিলেন। অধ্যাপনার পাশাপাশি সাহিত্যচর্চা করে গিয়েছেন আজীবন। নানা ধরনের লেখালেখি করলেও কল্পবিজ্ঞানের প্রতি তাঁর ছিল বিশেষ আকর্ষণ। ২০১৯ সালে কিশোর সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বিদ্যাসাগর পুরস্কার পেয়েছিলেন অনীশ দেব।