হাওড়া থেকে মুম্বাই এবং আমেদাবাদ - এই দুই রুটের ট্রেনের পরিষেবা যাত্রীরা সপ্তাহে তিনদিন করে পাচ্ছিল, কিন্তু ক্রমাগত যাত্রীর সংখ্যা বাড়তে থাকায় দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে সপ্তাহে সাতদিনই এই দুই রুটের ট্রেন চলবে। আজ থেকে হাওড়া- মুম্বাই ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস ট্রেন ছাড়বে। এবং কাল বুধবার থেকে হাওড়া- আমেদাবাদ ট্রেন চলবে।
ফিরতি পথে ১০ অক্টোবর থেকে আমেদাবাদ- হাওড়াগামী ট্রেন চলবে রোজ। তবে ট্রেনের নির্ধারিত সময়ের সূচী অপরিবর্তীত থাকছে। তবে হাওড়া-আমেদাবাদ ও হাওড়া- মুম্বাই রুটের ট্রেন টাটানগর ও চক্রধরপুর স্টেশনেও দাঁড়াবে। এবং একইভাবে ফেরার পথেও এই দুই স্টেশনে দাঁড়াবে। মূলত লকডাউন শেষ হওয়ায় বিভিন্ন রাজ্যে কর্মরত মানুষজন ফিরছেন বলেই যাত্রীসংখ্যা বেড়ে গেছে। সেইজন্যেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।