নদিয়ার হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ ও খুনের (Hanskhali Rape) অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। এবার হাঁসখালির নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, "রাজ্যেকে নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি, রাজ্যকে দায়িত্ব নিতে হবে পরিবারের মানসিক সুস্থতা এবং কাউন্সেলিংয়ের ব্যাপারে।"
প্রসঙ্গত, মঙ্গলবার হাঁসখালির মামলায় (Hanskhali Rape Case) পরিবারের সদস্য এবং সাক্ষীদের নিরাপত্তা চেয়ে, আবেদন করা হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আবেদনে বলা হয়েছিল, "এদের যে ভাবে ভয় দেখানো হচ্ছে তাতে নিরপত্তার জন্যই তাঁদের নতুন নাম-পরিচয় দেওয়া প্রয়োজন। তারপর তাঁদের রাজ্যের সুরক্ষিত কোনও জায়গায় রাখা প্রয়োজন।" এই আবেদনের প্রেক্ষিতেই এমন নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।