করোনা পরীক্ষাকে কেন্দ্র করে কালোবাজারি বাড়ছিল। নানা মহল থেকে অভিযোগের পাহাড় জমছিল পুরসভায়। এবার বাড়িতে বসেই করোনা পরীক্ষার সুযোগ করে দিল কলকাতা পুরসভা, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। কলকাতা পুরসভার প্রশাসকের দায়িত্বে ফিরে ফিরহাদ হাকিম শনিবার এমনই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানিয়ে দিলেই পুরসভার স্বাস্থ্য বিভাগের লোকজন বাড়িতে এসে নমুনা সংগ্রহ করবেন। এমনকী করোনা পরীক্ষা হবে সম্পূর্ণ বিনামূল্যে।
ফিরহাদ হাকিম জানিয়েছেন, ৯৮৩১০৩৬৫৭২ নম্বরে কলকাতা পুরসভার নাগরিকদের ফোন করতে হবে। ফোন করে নাম-ঠিকানাসহ যাবতীয় তথ্য জানাতে হবে। তাহলে পুরসভার দায়িত্বপ্রাপ্ত লোকজন বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবেন। করোনা পরীক্ষাটি হবে বিনামূল্যে। শুধু করোনা পরীক্ষা নয়, পুরসভার কেউ আক্রান্ত হলে পুরসভা সেই রোগী কিংবা সেই রোগীর পরিবারের পাশে থাকবে। প্রয়োজনে পুরসভা তাঁদের সব ধরনের সাহায্য করতে সদা তৎপর থাকবে।
ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমের উপস্থিতিতে গতকাল এই হেল্পলাইন নম্বরটি সচল করে দেন। এই প্রক্রিয়াটির সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন পুর আধিকারিক অমিতাভ চক্রবর্তী। শুধুমাত্র করোনা পরীক্ষা নয়, ইতিমধ্যেই কলকাতা পুরসভার বিভিন্ন জায়গায় সেফহোম তৈরি করা হয়েছে। পুরসভার অধীনস্থ বিভিন্ন কমিউনিটি হল গুলিকে কাজে লাগানো হয়েছে। যে সকল রোগীদের মৃদু উপসর্গ রয়েছে তাঁদের হাসপাতালে না পাঠিয়ে এইসব সেফ হোমে পাঠানোর পরিকল্পনা নিয়েছে পুরসভা। এক্ষেত্রে আক্রান্তের বাড়ির পাশাপাশি সেফ হোমে রাখার যতটা সম্ভব ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। কোভিডের দ্বিতীয় সামলাতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা।