বছর নয়ের তানভীর হোসেন। বুকে পেটে প্রচন্ড ব্যাথা নিয়ে পাঁচ-ছয় ঘন্টা ঘুরেও কলকাতার কোনো বেসরকারী হাসপাতালে ঠাঁই হলনা। অবশেষে তীব্র যন্ত্রণায় মৃত্যুর কোলে ঢোলে পড়ে তানভীর। বিনা চিকিৎসায় ফের আর এক শিশুর মৃত্যু ঘটল এ শহরে।
সূত্রের খবর, বুকে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলে তানভীরকে প্রথমে নিয়ে যাওয়া হয় ভাগীরথী নেওটিয়া হাসপাতালে। হাসপাতালের তরফে তানভীরের পরিবারকে জানানো হয় তাদের হাসপাতালে এই মুহুর্তে বেড বা চিকিৎসক কোনোটাই নেই। তারপর বেলভিউ ক্লিনিকে নিয়ে যাওয়া সেখান থেকেও একই কথা বলা হয়। সেখান থেকে সিআরএমআই ও পার্ক ক্লিনিকে নিয়ে গেলে ফিরিয়ে দেওয়া হয়। শেষপর্যন্ত তানভীর কে এসএসকেএম ভর্তি করা হলে, অস্ত্রোপচারের শুরুর আগে রবিবার গভীর রাতে মৃত্যু হয় তানভীরের। মৃত শিশুর মায়ের অভিযোগ, "সময় নষ্ট না করলে আমার সন্তান বেঁচে যেত"।
তানভীরের বাবা বলেন, "কেউ বলেছেন বেড নেই, কেউ বলেছেন চিকিৎসক নেই। পরপর চারটি হাসপাতাল ফিরিয়ে দিয়েছে। রবিবার এসএসকেএম এ ভর্তি করি। তারা চেষ্টা করেছেন। কিন্তু অস্ত্রোপচারের আগেই মৃত্যু হয়েছে।"