গত কয়েক দিন ধরেই অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিক্যাল বুলেটিন বলছে এক্স-রে রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে হালকা কাশি রয়েছে।
বর্তমানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ২৪ ঘণ্টা ডাক্তারি প্রহরায় তিনি এখন বিপদ মুক্ত জানাচ্ছেন মেডিক্যাল বোর্ড। সোমবার সকালে স্বাভাবিক তরল খাবার খেয়েছেন। বর্তমানে তাঁর রক্তে অক্সিজেনের পরিমাণ ৯৬ শতাংশ। ফলে কমেছে কৃত্রিম অক্সিজেনের চাহিদা। বর্তমানে মিনিটে ২ লিটার অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে। পাশাপাশি রক্তে গ্লুকোজের মাত্রাও স্বাভাবিক। প্রসাবেও কোন সমস্যা নেই বলে সূত্রের খবর।
উল্লেখ্য, গত ১৮ মে করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সঙ্গে স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনার কবলে পড়েছিলেন। প্রথম অবস্থায় হাসপাতালে ভর্তি হতে চাননি তিনি। তবে শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারি পরামর্শে হাসপাতালে ভর্তি করতে হয়। ইতিমধ্যেই তাঁর রেমডেসিভিরের কোর্স শেষ হয়েছে। হালকা শুকনো কাশি থাকলেও তিনি এখন অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।