মলের এর আওতা থেকে সরিয়ে ফেলা হলো কলকাতার চিরপরিচিত ঐতিহ্যবাহী মার্কেট নিউ মার্কেটকে। এদিন ফিরহাদ হাকিম (Firhad Hakim) নিউ মার্কেটে গিয়ে জানিয়ে দিলেন, নিউ মার্কেট এলাকা সাময়িক লকডাউন এর বিধি মেনে চালু রাখা যাবে। এছাড়াও তিনি জানালেন, এটা কোনো রকম মল না। শপিং মল এমন একটা জায়গা যেখানে মানুষে বসতে পারে, আড্ডা দিতে পারে এবং সময় কাটাতে পারে। কিন্তু নিউ মার্কেট একেবারেই এরকম জায়গা না। তবে এই মার্কেট খোলা থাকলেও সময় থাকবে সেই বাঁধা।
ফিরহাদ জানালেন, এই মার্কেট খোলা থাকার সময় হলো সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেলে ৫ টা থেকে ৭ টা। এছাড়াও তিনি আদেশ দিলেন যেনো স্বাভাবিক করোনা বিধি মেনে সবকিছু করা হয়। তাহলেই এই সমস্যার সমাধান হবে। নতুবা আমরা আরো বড়ো সমস্যার মধ্যে পড়বো। এতদিন ধরে নিউ মার্কেটের সমস্ত দোকান বন্ধ ছিল। সামনেই ঈদ আসছে। ফলে কেনাকাটার একটা সময়। এই পরিস্থিতিতে নিউ মার্কেট বন্ধ থাকলে, সমস্যা হবে বাংলার মুসলিম সম্প্রদায়ের। অনেকের মতামত এই কারণেও এই নিউ মার্কেট খোলার সিদ্ধান্ত নিতে পারে রাজ্য।