ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রদর্শনীতে সংরক্ষিত নেতাজির চিঠি আসলে ভুয়ো। আর তা শুধরে দিতেই কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে উঠেছে প্রশ্ন। নেতাজির প্রদর্শনীতে যে চিঠি ভুয়ো তা নিয়ে প্রমাণ সমেত ভিক্টোরিয়া মেমোরিয়ালকে চিঠি দেন সুগত বসু। প্রমাণ সত্য হওয়ায় তড়িঘড়ি তা সরানো হয়। তবে দেশের সন্মানের সাথে জড়িয়ে থাকা এই বিষয়ে কীভাবে এমন গাফিলতি হতে পারে, হতবাক অনেকেই। কীভাবেই বা জাল চিঠি তাদের কাছে এল, উত্তর পাওয়া যায়নি কর্তৃপক্ষের থেকে।
গত ২৩ শে জানুয়ারি ভিক্টোরিয়ায় 'নির্ভীক সুভাষ' নামে একটি স্থায়ী প্রদর্শনী ও অন্য বিপ্লবীদের নিয়ে তৈরি 'বিপ্লবী ভারত' নামে আরও একটি প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইখানেই ওই সিভিল সার্ভিস থেকে নেতাজির ইস্তফার ভুয়ো চিঠি দেখানো হচ্ছে। সুগত বসু সরাসরি অভিযোগ করেন ১৯২১ এর ২২শে এপ্রিলের প্রদর্শিত এই চিঠিটি নেতাজির হাতে লেখাই নয়, তুলে ধরা হয়নি উৎসও। এমনকি এতে অনেকগুলি বানানেও ত্রুটি আছে। এছাড়াও মহম্মদ জিয়াউদ্দিন ছদ্মবেশে নেতাজির ছবিটিও কোনো বাস্তবতার সাক্ষ্য বহন করেনা। তিনি আরো জানিয়েছেন, লন্ডন থেকে আসল চিঠিটি নিয়ে আসেন শিশির বসু ও কৃষ্ণা বসু যা সযত্নে রাখা আছে তার এলগিন রোডের বাড়িতে। কৃষ্ণা বসুর 'ইতিহাসের সন্ধানে' বইতেও এই চিঠি তুলে ধরা হয়েছে।