একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। আজ অর্থাৎ মঙ্গলবার বাংলায় ছিল তৃতীয় দফা নির্বাচনে। আজকের নির্বাচনে হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩১ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব সম্পন্ন হয়েছে। তবে ভোটের মাঝে নির্বাচন কমিশন একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। তারা কলকাতার ৮ টি রিটার্নিং অফিসারকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছে হঠাৎই। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের কাজে একই পদে পরপর তিন বছর কাজ করার পর সেই আধিকারিককে সরিয়ে দেওয়ার নিয়ম। কিন্তু এত দিন অব্দি কলকাতাতে এই নিয়ম ছিল না। তবে সূত্র মারফত জানা গিয়েছে যেই ৮ টি রিটার্নিং অফিসারকে তাদের কাছ থেকে সরানো হয়েছে তাদের বিরুদ্ধে এর আগেই পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। কিন্তু সেই সময় অভিযোগে নজর না দেওয়া হলেও একুশে নির্বাচনে নির্বাচন কমিশন কোনরকম ভুল-ত্রুটি করতে চায় না।
নির্বাচন কমিশন জানিয়েছে, কলকাতার মোট আটটি বিধানসভা এলাকার রিটার্নিং অফিসারকে অপসারিত করা হয়েছে। সেগুলি হল- কলকাতা বন্দর, জোড়াসাঁকো, ভবানীপুর, এন্টালি, চৌরঙ্গী, বেলেঘাটা, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া। অর্থাৎ কলকাতার ১১টি আসনের মধ্যে ৮ টির রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল কমিশন। তারমধ্যে কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন ফিরহাদ হাকিম। এছাড়া অন্যান্য বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কোন হেভিওয়েট প্রার্থী নির্বাচনে লড়ছেন।