ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে (East-West Metro Project) কাজ চলাকালীন ফের বিভ্রাট। বউবাজারের (Bowbazar) দুর্গাপিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে দেখা দিল ফাটল। আতঙ্কে ফের ঘরছাড়া কয়েকটি পরিবার। প্রাণ বাঁচাতে কার্যত বাধ্য হয়ে অনেকেই ঘরের বাইরে রাত কাটালেন। তড়িঘড়ি জরুরি জিনিসপত্র নিয়ে ঘর ছাড়লেন কয়েকটি পরিবার।
এবার মেট্রো প্রকল্পের এই দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে করলেন চাঞ্চল্যকর অভিযোগ। তিনি বলেন, "মেট্রো মূল পরিকল্পনার বাইরে ছিল না। সিএমসির লোকজন জোর করে ঘুরিয়ে অন্যদিকে করেছেন। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে কাজ করার ফলে এমন হয়েছে।" এরপর তিনি আরও উল্লেখ করেন, পরিস্থিতি খতিয়ে দেখে সঠিক ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে গতকাল রাতের ঘটনার পর থেকেই আতঙ্কে বউবাজার এলাকার কয়েকটি পরিবার। ঠিক ২০১৯ সালে যে ঘটনা ঘটেছিল, সেই আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। ২০১৯ সালে বউবাজার এলাকায় টানেল বোরিং মেশিনের কাজ চলার সময় হঠাৎ-ই মাটি বসে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল একাধিক বাড়ি। ঘরছাড়া হয়েছিলেন বহু মানুষ। গতকাল রাতের ঘটনার পর থেকেই ফের আতঙ্কে রাস্তায় কাটাচ্ছেন একদল মানুষ।
স্থানীয় একাংশের অভিযোগ, প্রায় ১০ টির বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। কোথাও ছাদে, আবার কোথাও বাড়ির দেওয়াল জুড়ে ফাটল। যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। ২০১৯ সালের স্মৃতি মনে করেই আগেভাগেই বাড়ি ছেড়েছেন বেশ কয়েকটি পরিবার।