উৎসবের মরশুমে স্থায়ী ভ্যাটে তৈরি হয়েছে প্যান্ডেল৷ তাই অস্থায়ী ভাবে বর্জ্য ফেলা হচ্ছে ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডে জাতীয় সড়কের পাশে একটি জায়গায়৷ সেখানে কঠিন বর্জ্যের স্তূপে ধরানো হয়েছে আগুন৷ তারই কালো ধোঁয়ায় প্রাণ ওষ্ঠাগত পুরসভার মাইতিপাড়া ও আশপাশের এলাকার মানুষের৷ বহু দূর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া৷ এমনকি ধোঁয়ার দাপটে গাড়ি চালাতেও অসুবিধা হচ্ছে৷ অথচ পুরসভা নির্বিকার৷ ফলে প্রবল ক্ষুব্ধ ডানকুনির ওই এলাকার মানুষ৷
করোনা সংক্রমণে বিপর্যস্ত মানুষকে একটু রেহাই দিতে এবার কালীপুজোয় বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা ছিল আদালতের৷ অথচ পুরসভার উদাসীনতায় ডানকুনিতে দিনের পর দিন এভাবে চলছে ব্যাপক পরিবেশ দূষণ, যা থেকে মারাত্মক ক্ষতি হতে পারে কোভিড ও ক্যান্সার আক্রান্তদের৷
পুর প্রশাসক জানিয়েছেন, ধোঁয়ার বিষয়টি তাঁদের জানা ছিল না৷ আগুন কারা লাগিয়েছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷