হয়তো এবারে ভাঙতে চলেছে এবারের নির্বাচনে গঠিত বাম কংগ্রেস এবং আইএসএফ - র সংযুক্ত মোর্চা। নন্দীগ্রাম আসনে সিপিএমের প্রার্থী করা হয়েছিল কমরেড মীনাক্ষী মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee)। কিন্তু সেখানে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। কিন্তু তবুও, অপরদিকে প্রচারের আলোয় চলে আসার কারণে বর্তমানে রাজ্য সিপিএমের বেশ পরিচিত একজন মুখ হয়ে উঠেছেন তিনি। তাই এবারে ভবানীপুর আসন থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের লড়াই করতে চলেছেন তখন মীনাক্ষী মুখোপাধ্যায়কে তার বিরুদ্ধে চাইছে আলিমুদ্দিন। গত দুবারে বিধানসভা নির্বাচনে এই আসনটি কংগ্রেসের জন্য ছেড়ে এসেছে বামফ্রন্ট। একুশে বিধানসভা ভোটের বিপর্যয় ঘটেছে বাম জোটের। কিন্তু তবুও এখনো পর্যন্ত তারা বুঝতে পারেনি তাদের হারের কারণ।
তবে এতদিন পর্যন্ত জোটের শর্ত অনুযায়ী, ভবানীপুর আসনে কংগ্রেসের যুব সভাপতিকে প্রার্থী করে এসেছে প্রদেশ কংগ্রেস। কিন্তু সামনে আসন্ন উপনির্বাচনে বামফ্রন্ট ঘোষণা করে দিয়েছে, পার্টি এককভাবে যেন লড়াইয়ের ময়দানে থাকে। তাই এবারে মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখে নন্দীগ্রামে লড়াই করতে চলেছে বামফ্রন্ট।