প্রথম পর্যায়ে দেশজুড়ে ৩ কোটি কোভিড যোদ্ধাদের টিকাকরণের ব্যবস্থা করে দেবে কেন্দ্র। কিন্তু বাকি ১২৭ কোটির কি হবে? বাকি টিকা কি রাজ্যকে কিনতে হবে? টিকাপ্রদান কর্মসূচির প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের বৈঠকে এই প্রশ্নই তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কেন্দ্রের তরফে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এইবিষয়ে পরে আলোচনা হবে বলে প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
এইদিন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবতীয় তথ্য তুলে ধরে টিকাকরণ বিষয়ে রাজ্যের প্রস্তুতির ব্যাপারে কেন্দ্রকে নিশ্চিত করেন। পাশাপাশি পরিবহন কর্মীদেরও প্রথম শ্রেণীর কোভিড যোদ্ধার মান্যতা দিয়ে তাদেরও টিকা দেওয়ার প্রস্তাব দেন মমতা।