কয়লা পাচার কান্ড মামলায় এবার সিবিআই (CBI) মে (May) মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রথম চার্জশিট দিতে প্রস্তুতি নিচ্ছে। আসলে অনুপ মাজি (Anup Maji) ওরফে লালা বারংবার সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়ে তার রক্ষাকবচ নিয়ে আসে। তাই সিবিআই দ্রুত মামলার নিষ্পত্তি করতে মে মাসের প্রথমেই তার চার্জশিট দিতে চায়। এই প্রসঙ্গে সূত্র মারফত জানা গিয়েছে, সিবিআই এর চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে নাম থাকছে অনুপ মাজি ওরফে লালার। এছাড়া নাম থাকবে তৃণমূল যুব নেতা বিনয় মিশ্র (Binay Mishra) এবং তার ভাই বিকাশ মিশ্রের। বিনয় মিশ্রের নাম পলাতক হিসেবে উল্লেখ করা হবে এবং তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হবে।
এছাড়াও এই চার্জশিটে উল্লেখ করা হবে যে রাজনৈতিক নেতা এবং পুলিশের মদতে রাজ্যে কয়লা সাম্রাজ্য চালাত লালা। তাদের সাথে বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এবং পুলিশ কর্তা সঙ্গ দিত। এই চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসাবে নাম থাকবে অনুপ মাজির। এছাড়া নাম থাকবে বিনয় মিশ্র (মধ্যস্থতাকারী), গণেশ বাগারিয়া (ব্যবসায়ী), বামাপদ দে (লালা ঘনিষ্ঠ), রনধীর বার্নওয়াল (ব্যবসায়ী), বিকাশ মিত্র (তহবিল ম্যানেজার), অশোক মিত্র (বাঁকুড়া আইসি) ও নীরজ সিং (লালার হিসাব রক্ষক)।