এবার সিবিআইয়ের থাবা বসল প্রখ্যাত জাদুকর পিসি সরকারের বাড়িতে। চিটফান্ড টাওয়ার গ্রুপের আর্থিক দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের সামনে পিসি সরকারের বাড়ির নাম উঠে আসে। তাই আজ অর্থাৎ শুক্রবার বেলা ১১ টার কিছুক্ষণ পরে পিসি সরকার জুনিইয়ারের মুকুন্দপুরের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা। তারা সেখানে পিসি সরকার জুনিয়রকে দীর্ঘক্ষন জেরা করে। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সেখানে উপস্থিত ছিলেন জাদুকরের দুই মেয়েও।
সিবিআই দাবি করেছে, পিসি সরকার জুনিয়র টাওয়ার গ্রুপের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য মোটা টাকা চার্জ করতেন। টাওয়ার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। তিনি তাদের রেস্তোরাঁয় জাদু খেলা দেখানোর জন্য আগাম অনেক টাকা নিয়েছিল। কিন্তু বাস্তবে সেই রেস্তোরাঁ কোনদিন তৈরি হয়নি। বিভিন্ন হিসাব বহির্ভূত টাকা পিসি সরকার জুনিয়রকে দিয়েছে ওই সংস্থা। এছাড়াও ব্যাংক লেনদেন ছাড়া নগদ লেনদেন হতো বলে জানা গিয়েছে। প্রসঙ্গত রাজ্য বিজেপির উত্থান পর্বের সময় গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন পিসি সরকার। তারপর ২০১৪ সালে বারাসাত কেন্দ্র থেকে তিনি দলের প্রার্থী হয়ে দাঁড়ালেও পরে ২০১৬ সালে টাওয়ার গ্রুপ কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে যাওয়ায় সে আস্তে আস্তে দলের সাথে দূরত্ব বাড়িয়ে নেয়।