সামনেই উপনির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততেই হবে যে কোনও একটি আসন, কাজেই দলীয় কর্মীদের একের পর কাজ। আর সে কারণেই শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সাফ জানিয়ে দিয়েছিলেন, আজ তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে যেতে পারবেন না। কিন্তু জেরা আজ করেই ছাড়বেন আধিকারিকেরা। আর সেই মতোন আইকোর মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে শিল্প ভবনে গেল সিবিআই।
প্রসঙ্গত, আইকোর মামলায় ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তে আজ, সোমবার তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ অর্থাৎ সোমবার বেলা ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু সিবিআই দফতরে যাননি পার্থবাবু। তার পরেই শিল্প ভবনে গেলেন সিবিআই আধিকারিকরা।
জিজ্ঞাসাবাদের জন্য আধিকারিকরা একাধিক প্রশ্ন তৈরি করেছেন বলে খবর। শিল্পমন্ত্রীর দফতরেই এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে বলেই খবর। উল্লেখ্য, এর আগেও ১২ মার্চ রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে তলব করেছিল সিবিআই। এমনকি আগেও দু'বার পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, তখনও বিধানসভা নির্বাচনে ব্যস্ত থাকার কারণ জানিয়ে তলব এড়িয়ে গিয়েছিলেন তিনি। তবে এইবার এড়িয়ে যাওয়ার প্রশ্নই নেই। কারণ, সোজা তাঁর দফতরেই পৌঁছে গেল আধিকারিকরা। যদিও তৃণমূলের অভিযোগ, বারেবারে তৃণমূলের জনপ্রতিনিধিদের ডেকে পাঠানোর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
আজ সকালেই আইকোর মামলায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই তলব নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে দিলীপ ঘোষ বলেন, "যান গিয়ে CBI-এর চা খেয়ে আসুন। CBI-এর চা কেমন গরম দেখুন।"