করোনা ভাইরাসের নতুন মিউট্যান্ট স্ট্রেনের আঘাতে ধরাশায়ী গোটা ভারত। প্রতিটি রাজ্যের পরিস্থিতি প্রায় একই ধরনের। হুরমুড়িয়ে দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে। করোনার করাল ছায়াতে সাধারণ মানুষের জীবন বিভীষিকাময় হয়ে উঠেছে। সংক্রমনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। তবু অনেক রাজ্যেই মানুষদের সচেতন হতে দেখা যাচ্ছে না। বাংলাতেও করো না পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের গণ্ডি স্পর্শ করেছে। কিন্তু মানুষদের মধ্যে রয়েছে যথেষ্ট সচেতনতার অভাব। এই পরিস্থিতিতে বাংলায় সংক্রমণ ঠেকাতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ ট্রেড অ্যাসোসিয়েশন। তারা আজ বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে আগামী ৪ দিন শহর কলকাতায় অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত রকমের দোকান, বাজার বন্ধ থাকবে। তার পাশাপাশি বন্ধ থাকবে চাঁদনী চক, ক্যানিং স্ট্রিট, এজরা স্ট্রিট, প্রিন্সেপ ঘাট সহ একাধিক বড় বাজার।
আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অষ্টম দফা নির্বাচনের জন্য আজ বৃহস্পতিবার কলকাতার বেশিরভাগ দোকানপাট বন্ধ আছে। এরপর আগামী শনিবার ১ লা মে ছুটির দিন ও রবিবার এমনিতেই ছুটি থাকে। সে ক্ষেত্রে শুধুমাত্র শুক্রবার দোকানপাট বন্ধ রাখলে পরপর ৪ দিন শহরের বাজার বন্ধ থাকবে। এতে করোনা সংক্রমণ শৃংখল ভাঙ্গা সম্ভব হলেও হতে পারে। তবে দোকান বাজার বন্ধ থাকলেও অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে পেট্রোল পাম্প, ওষুধ দোকান, মুদিখানা, শাকসবজি, মাছ মাংস, ফল, এলপিজি ডিস্ট্রিবিউটর ইত্যাদি দোকান খোলা থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় বাংলায় ১৭২০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং রেকর্ড ভেঙে দিয়ে মৃতের সংখ্যা হয়েছে ৭৭ জন।