নিউটাউনের সিলিকন ভ্যালিতে শুরু হয়েছে ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। গত দু'বছর করোনার কারণে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করা সম্ভব হয়নি। তাই এবারের এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। ‘সংঘাত’ দূরে সরিয়ে উপস্থিত ছিলেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী। তবে আমন্ত্রণ জানানো হলেও, আসতে পারেননি প্রধানমন্ত্রী।
এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এগোচ্ছে। আশা করি এই বাণিজ্য সম্মেলন আগামীদিনে উন্নয়নের পথ দেখাবে। দেশের অর্থনৈতিক ছবি বদলে দেওয়ার ক্ষমতা বাংলার আছে। বাংলায় বিনিয়োগ করলে শিল্পপতিদের লাভ হবে। প্রধানমন্ত্রীও তাই বলেছেন। আশা করা যায় বাংলা আগামীদিনে আরও উন্নত হবে। এই বাণিজ্য সম্মেলন পথ দেখাবে।"
শুরু থেকে এভাবেই সব ঠিক ছিল তবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে নিজের বক্তব্যের শেষে কেন্দ্রকে ‘খোঁচা’ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপালের উদ্দেশে বললেন, "আপনাকে একটা অনুরোধ করব, রাজ্যকে সবরকম সাহায্যের জন্য কেন্দ্রকে বলুন। রাজ্যপালদের সম্মেলনে এই নিয়ে কথা বলুন।" এর সঙ্গেই মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, "শিল্পপতিরা কিছু বলতে পারবেন না। কিন্তু, এজেন্সি দিয়ে শিল্পপতিদের যেন ভয় না দেখায়। তাঁদের যেন বিরক্ত না করে।"
এদিন মুখ্যমন্ত্রী বলেন, " ২ বছর পর সম্মেলন হচ্ছে। সম্মেলনে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমরাই প্রথম রাজ্য যারা কোভিডের পর বাণিজ্য সম্মেলন করছি। আমাদের ফোকাস হল সহজে যাতে বাণিজ্য করতে পারেন লগ্নিকারীরা। কোনও বনধ সমর্থন নয়। কোনও শিল্পপতি যাতে ব্যবসা করতে গিয়ে বাধার মুখে না পড়েন। বাংলা মানেই বাণিজ্য। আপনারা আসুন। এখানে ব্যবসা করুন। সরকার সব সময় পাশে আছে। আমার একটাই লক্ষ্য, কর্মসংস্থান। আমাদের যুব সম্প্রদায় খুবই প্রতিভাবান। গোটা বিশ্বজুড়ে বিভিন্ন সেক্টরে কাজ করছে বাংলার ছেলেমেয়েরা। আপনারা এখানে ব্যবসা করলে দেখবে, আমরা সবাই, সব ধর্ম একসঙ্গে পরিবারের মতো থাকি। আপনি যখন বাংলায় আসবেন, জানবেন, আপনি আমাদের পরিবারের সদস্য। শিল্পোন্নয়নে আমার জার্নি আজ শুরু হয়ে গেল।"