মানবিকতা এখনো বাঁচে, কোথাও কিনারে কানাচে। বামেদের নবান্ন অভিযানে চাকরির দাবিতে সামিল হয়ে পুলিশের লাঠিচার্জে গুরুতর জখম হয়ে ভর্তি হন হাসপাতালে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে প্রাণে জিততে না পারলেও জিতেছেন বাংলার মানুষের হৃদয়ে। পরিবারের একমাত্র মাথা মইদুলকে হারিয়ে অসহায় তার স্ত্রী ও দুই সন্তান। আর কলমে শাণ দিয়ে এবার তাদের সহায় হলেন অভীক দত্ত। গল্প লিখে তার পিডিএফ বিক্রি করে এক রাতেই তুলে ফেললেন ৭৪ হাজার টাকা। আর পুরোটাই দান করেছেন ডিওয়াইএফআই-এর তহবিলে। তারা মইদুলের দুই সন্তানের পড়াশোনার ভার বহনের দায়িত্ব নিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, অভীক দত্ত এর আগেও আমফানে বিদ্ধস্ত দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। তখনও লেখা বিক্রি করে ১৬ লক্ষ টাকা তুলে দান করেন অসহায়দের সেবায়। আর মইদুলের প্রসঙ্গে বলেন, "বেশ কিছু দিন ধরে লেখালিখি করতে পারছিলাম না। মিদ্দার ঘটনা দেখার পর মা বলল, ওঁর পরিবারের জন্য কিছু একটা করা দরকার। রাতারাতি লিখে ফেললাম ‘মইদুলের জন্য’। পিডিএফের দাম রেখেছিলাম ন্যূনতম ১০ টাকা। এর চেয়ে বেশি দামেও পিডিএফ কিনেছেন অনেকে। অন্যান্য পিডিএফও বিক্রি হয়েছে।" রাজনীতিতে প্রত্যক্ষভাবে না থেকেও কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, নিঃশব্দে প্রমাণ দিলেন অভীক।