কলকাতার অভিজাত এলাকা আনন্দপুরে যুবকের মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে তৈরি হল উত্তেজনা। পেশায় তিনি একজন অটো ড্রাইভার। জানা যাচ্ছে গড়িয়াহাট থেকে রুবি রুটে তিনি অটো চালাতেন। মৃতের নাম বিশ্বজিৎ জানা। রবিবার সকালে বাড়ির কাছে একটি লোহার গুদামে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দেওয়ার পর পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃতের মাথায় কোনো ভারী আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে, মদের ঠেকে বচসার কারণেই মাথায় আঘাত করে তাকে খুন করা হয়েছে।
বিশ্বজিতের পরিবার দাবি করছে, বিশ্বজিৎ শনিবার রাতে আর বাড়ি ফেরেনি। তখন থেকেই তাকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় খোঁজখবর চালান তার বাড়ির লোকজনেরা। কিন্তু তবুও তার কোন সন্ধান মেলেনি। রবিবার সকালে তার দেহ উদ্ধার হয় স্থানীয় লোহার গুদাম থেকে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এলাকায় প্রায়শই মদের আসর বসে। তাকে কেন্দ্র করে নানা ধরনের অসামাজিক কাজকর্ম চলতে থাকে আনন্দপুর এর ওই এলাকায়। মৃতদেহকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও দোষীদের শাস্তি দাবি করেছেন বিশ্বজিতের পরিবার-পরিজনরা। তার সঙ্গেই মদের আসর বন্ধ করার দাবি নিয়ে পুলিশের কাছে আবেদন করেছে স্থানীয় বাসিন্দাদের একাংশ।