আজ আসানসোল (Asansol) এবং বালিগঞ্জ (Ballygunge) কেন্দ্রে উপনির্বাচন। সকাল থেকেই সামনে এসেছে একের পর এক অভিযোগ। এবার আসানসোলের বারাবনিতে এক ব্যক্তির হয়ে অন্য এক ব্যক্তির ভোট দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ২৮৩ এবং ২৪৩ নম্বর বুথে। অভিযোগ উঠতেই, প্রিসাইডিং অফিসারকে সরানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন (Election Commission)। অভিযোগ, এক প্রৌঢ়কে হাত ধরে নিয়ে বুথের ভিতর ঢুকে যান এক যুবক। শেষে তিনি ইভিএমে বাঁ হাত বাড়িয়ে ওই ব্যক্তির হয়ে ভোট দিয়ে দেন। তবে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে সেই ছবি ধরা পড়তেই ভোট দেওয়ার কথা অস্বীকার করেন ওই যুবক।
আসানসোল লোকসভা উপনির্বাচনের সকালে বারবনির বুথে ভোট দিতে এসে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বলেন, "বিজেপি এজেন্টকে কেন বুথে ঢুকতে দেওয়া হয়নি। তৃণমূলের তাবেদারি করছে পুলিশ।" এই ঘটনার পরেই রাস্তায় শুরু হয় তৃণমূল ও বিজেপির খন্ডযুদ্ধ। যার জেরে ভাঙচুর হল আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়ি। হাত কেটে যায় অগ্নিমিত্রার নিরাপত্তারক্ষীর। এই ঘটনায় কার্যত ক্ষুব্ধ নির্বাচন কমিশন। চাওয়া হয়েছে রিপোর্ট।
উল্লেখ্য, এদিন সকাল থেকেই আসানসোলে একের পর এক অভিযোগ সামনে এসেছে। কোথাও ভিভিপ্যাট নিয়ে, কোথাও আবার ভোট গ্রহণ হচ্ছে না, এই নিয়েও এসেছে অভিযোগ। সূত্রের খবর, সকাল ৯ পর্যন্ত আসানসোলে ১৩ শতাংশ ভোট পড়েছে।
বলাবাহুল্য, বিরোধীদের দাবি মেনেই আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনে মোট ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এরমধ্যে আসানসোলে রয়েছে ১২১ এবং বালিগঞ্জে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও বুথের ২০০ মিটারের বাইরে নজরদারি চালাচ্ছে রাজ্য পুলিশ। তারপরও একের পর অভিযোগ উপনির্বাচন ঘিরে।