আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের তিন আসনে উপনির্বাচন। কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকেই এলাকার সমস্ত মদের দোকান, পানশালা বন্ধ রাখতে হয়। এর ফলে আগামী সপ্তাহে পাঁচদিন কলকাতার একাধিক জায়গার পানশালা, বার এবং মদের দোকান বন্ধ থাকতে চলেছে। এর ফলে ঝক্কি পোহাতে হতে পারে সুরাপ্রেমীদের।
সূত্রের খবর, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, নিউমার্কেট, পার্কস্ট্রিট, কালীঘাট, ভবানীপুর, আলিপুর, চেতলা, ওয়াটগঞ্জ, একবালপুর, শেক্সপিয়ার সরণী, বৌবাজার-সহ বেশ কিছু পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় যত বার আছে, যেখানে যত পানশালা আছে, মদের দোকান আছে, সেগুলি সবই বন্ধ থাকবে আগামী সপ্তাহের ৫ দিন। তবে পাঁচ দিন কেন? কারণ ২৮ সেপ্টেম্বর সন্ধে সাড়ে ছ’টা থেকে ৩০ সেপ্টেম্বর সন্ধে ৭টা পর্যন্ত একটানা বন্ধ থাকবে মদের দোকান। এরপরে পয়লা অক্টোবর দ্বার খুললেও, ফের অক্টোবরের ২ তারিখে গান্ধী জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে মদের দোকান। পরের দিনই আবার ৩ তারিখে ভবানীপুরের উপনির্বাচনের ফলাফল উপলক্ষে বন্ধ থাকবে ওই এলাকার সব দোকান।
বলাবাহুল্য, সুরাপ্রেমীদের আগের থেকেই নিজেদের সংগ্রহে রাখতে হবে সুরা। তবে ইতিমধ্যেই কলকাতা সংলগ্ন এলাকায় চোখে পড়ছে ভীড়। এবং আশা করাই যায়, পয়লা অক্টোবরেও বেশ চাপ পড়বে মদের দোকানগুলিতে। ফলত, প্রশাসনের তরফে সংক্রমণের চিন্তাও করা হচ্ছে।
ইতিমধ্যেই, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৩১,৩৮২। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩১৮। গত ২৪ ঘণ্টায় করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩২,৫৪২। অর্থাৎ অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমেছে ১,৪৭৮।
পাশাপাশি শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম। ওইদিন রাজ্যে আক্রান্ত হয়েছিলেন ৭৪৬ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬৪ হাজার ৮৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১৩ জন। তার ফলে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৭১৬ জন। অ্যাকটিভ কেস ৭ হাজার ৬৮৯ জন। রাজ্যের বর্তমান পজিটিভিটি রেট ১.৭৭ শতাংশ।