গত বৃহস্পতিবার রাতে অগ্নিদগ্ধ হয়ে ফের মৃত্যু হল কলকাতার এক বৃদ্ধার। জানা গিয়েছে কলকাতার গরফা থানা এলাকার একটি আবাসনে ফ্ল্যাট থেকে হঠাৎ করে গতকাল রাত্রে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা। তারা ফেটে গিয়ে দেখেন দাও দাও করে বিছানা জ্বলছে। আর তাতেই শুয়ে আছে ওই ফ্ল্যাটের মালিক ৭৪ বছরের বৃদ্ধা তপতী সরকার। সারা ঘরে কালো ধোঁয়ায় ভরে গিয়েছে এবং আগুনে পুড়ে গিয়েছে ওই বৃদ্ধা। তড়িঘড়ি প্রতিবেশীরা থানা ও দমকলে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে তপতী দেবীকে এসএসকেএম হাসপাতালে পাঠায় পুলিশ। তবে চিকিৎসকরা তাকে দেখে সেখানে মৃত বলে ঘোষণা করে।
পুলিশের তরফে মৃতদেহকে ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এবার পুলিশ তদন্ত করছে ঠিক কি কারণে ওই ফ্ল্যাটে আগুন লেগেছিল। জানা গিয়েছে, মেয়ের বিয়ের পর আবাসনের ওই ফ্ল্যাটে একাই থাকতেন তপতী দেবী। সেদিন রাতে হঠাৎ করে কি করে আগুন লাগল বা প্রতিবেশীরা কেন কিছু শুনতে পেল না তা নিয়ে সন্দেহের জোট বাঁধছে। এছাড়াও আশ্চর্যের বিষয় যে বিছানার মধ্যে আগুনের তাপে ঝলসে গেলেও তপতীদেবীর কোন আর্তনাদ শোনা যায়নি। প্রাথমিক সন্দেহ আগুনে পুড়ে মৃত্যু হলেও এর পিছনে কোন জটিল রহস্য আছে নাকি তা তদন্ত করছে কলকাতা পুলিশ।