সোমবার, রঙের সকালে জোড়া অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল শহর কলকাতা। সল্টলেকের সেন্ট্রাল পার্কের ঘটনার পর খিদিরপুরের এক কেবল কারখানার ঘটনা।সোমবার সকাল ১০ টা নাগাদ খিদিরপুরের একটি কেবল কারখানায় বিধ্বংসী আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের ৮ টি ইঞ্জিন এসে বেশ কয়েক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল ১০ টা নাগাদ একটি কেবল কারখানায় আগুন লাগে। এলাকার মানুষের সাহায্যে অল্প সময়ের মধ্যেই দমকলের ৮ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু ঘিঞ্জি পরিবেশ এবং সঙ্কুচিত জায়গার কারণে দমকলের ইঞ্জিন পৌঁছাতে দেরি হয়। তবে দমকলের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেই কারখানার একটি বড় অংশ আগুনে ভস্মীভূত হয়েছে বলে সূত্রের খবর। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, একই দিনে সল্টলেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন একটি ঝুপড়িতে আগুন লাগে। যেখানে ৫০ টি দোকানসহ বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়েছে। রঙের সকালে জোড়া অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল শহর কলকাতাবাসী।