এবার চা বিক্রেতার ভূমিকায় মদন মিত্র (Madan Mitra)। এক কাপ চায়ের মূল্য আবার ১৫ লক্ষ টাকা। চোখ কপালে উঠলেও রবিবার সকালে ভবানীপুরে তাঁর অনুগামীদের নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে এমন অভিনব প্রতিবাদে সামিল হতে দেখা গেল রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্রকে।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভবানীপুরে আজ সকালে এক অভিনব প্রতিবাদ সভার আয়োজন করেন মদন মিত্র। তাঁর অনুগামীদের অনেকেই প্রধানমন্ত্রীর মুখোশ পরে উপস্থিত ছিলেন। আর তৃণমূল নেতা মদন মিত্র চা বিক্রেতার ভূমিকায়। কালো পোশাক, মাথায় টুপি এবং চিরাচরিত সানগ্লাস চোখে মদন মিত্রকে চা বিক্রি করতে দেখা গেল। তবে এক কাপ চায়ের মূল্য ১৫ লক্ষ টাকা। আসলে কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির কারণে ক্রমাগত মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণের। এই বিষয়টি নিয়ে প্রতিবাদে নেমেছেন মদন মিত্র। আর প্রতিবাদের অঙ্গ হিসেবে এমন অভিনব উদ্যোগ বলে জানা গেছে। মদন মিত্র নিজেই বলেছেন, "এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা। এমন চা আমেরিকার রাষ্ট্রপতিও খাওয়াতে পারেননি। যা এখন মোদীজি আমাদের খাওয়াচ্ছেন।"
বরাবরই মদন মিত্র প্রতিবাদে অভিনবত্ব দেখিয়েছেন। এদিনের প্রতিবাদ সব প্রতিবাদকে ছাড়িয়ে গেল বলছেন নেটিজেনদের একাংশ। আসলে ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে বিদেশে গচ্ছিত কালো টাকা দেশে ফেরানোর আশ্বাস দিয়েছিলেন মোদী। বিরোধীদের দাবি, মোদী প্রত্যেক দেশবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবেন। আর আজকের প্রতিবাদে মদন মিত্র সেই বার্তাই দিতে চাইলেন, বলছেন ওয়াকিবহাল মহল। তাই এক কাপ চায়ের মূল্য ১৫ লক্ষ টাকা বলে এই অভিনব প্রতিবাদ সভার আয়োজন মদন মিত্রের।