মুখ্যমন্ত্রীকে খুন করতে ইচ্ছুক কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের! এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, এদিন সকালে লালবাজার সাইবার সেলের দ্বারস্থ হন এক যুবক। তাঁর নাম তমাল দত্ত। তিনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁর অভিযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এক কলেজের জুওলজি বিভাগের অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য কমেন্ট করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ইচ্ছে প্রকাশ করেছিলেন।
আর তাতে ওই ছাত্রের ভয় হয়। তিনি মনে করেন মুখ্যমন্ত্রীর প্রাণ সংশয়ের ভয় আছে। আর সেকারণেই লালবাজার সাইবার সেলের দ্বারস্থ হন ওই ছাত্র। প্রমাণ হিসেবে জমা দেন অরিন্দম ভট্টাচার্যের কমেন্টের স্ক্রিনশট। পুলিশের সহয়োগিতা প্রার্থনা করেছেন তমাল। দাবি জানিয়েছেন অভিযুক্তের শাস্তির।
অভিযোগকারীর বক্তব্য, দীর্ঘদিন ধরেই ওই অধ্যাপক বিতর্কিত কথাবার্তা বলেন। এতদিন তা হোয়াটসঅ্যাপের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। এবার কোনও কিছুকেই তোয়াক্কা না করে ফেসবুকে এই বিপজ্জনক মন্তব্যটি করেছেন তিনি।