২ বছর ভার্চুয়াল সভার পর ফের এবার জনসমাবেশ হচ্ছে ২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর এটাই সব থেকে বড় সমাবেশ। বর্তমানে সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের দাবি, এবার কলকাতায় রেকর্ড সংখ্যক কর্মী-সমর্থকের জমায়েত হয়েছে। তাই ২০২৪ এর ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রীর বক্তব্য, "২০২৪ সালে প্রতিটি আসনে জিততে হবে। ত্রিপুরা, অসম, মেঘালয়ে জিততে হবে। উত্তরপ্রদেশে জিততে হবে। আমরাও লড়াই করব। আমরা সমর্থনও করব।"
এদিন সমর্থকদের মধ্যে থেকে মুড়ি স্টেজে আনিয়ে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপির বন্ধুরা, মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি? মিষ্টিতে জিএসটি, লস্যিতেও জিএসটি, বাতাসাতে কত জিএসটি। লোকে কী খাবে? খাব কী? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও। রোগীতেও জিএসটি চাপিয়েছে কেন্দ্র। বেড ভাড়াতেও জিএসটি। মরে গেলে কত জিএসটি? আর মৃতদেহের খাট কিনতে গেলে কত জিএসটি আমি জানতে চাই। আজ টাকার দাম কত? ভুটানের সঙ্গে ব্যবসা বন্ধ হওয়ার মুখে। গ্যাসের দাম কত? ডিজেলের দাম কত?"
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, "২০২১ সালে আমাদের হারাতে চেয়েছিল বিজেপি। আমার চ্যালেঞ্জ একদিকে কৃষি, অন্যদিকে শিল্প। জোর করে কারও বাড়ি বা জমি নেব না।"