উল্টোডাঙা থেকে এক অটো করে আপনি যেতে পারে দুবাই! কিছুদিন আগেই কলকাতা ছিল টেমস নদী। আজ তা দুবাই। খামতি নেই কোথাও। সঙ্গে রয়েছে বুর্জ খালিফা। হ্যাঁ ঠিক ধরেছেন। এবারের পুজোয় যা সবচেয়ে বড়ো আকর্ষণ। যা দেখতে প্রতিদিনই উপচে পড়া ভিড়। কিন্তু তাতেই বিপত্তি। বুর্জ খালিফার লেজার লাইটের জন্য বিমান চলাচলে ব্যাঘাত ঘটছে। ইতিমধ্যেই পাইলটদের অভিযোগ শুরু হয়েছে শ্রীভূমির প্যান্ডেলকে ঘিরে। খবর, তিনটি আলাদা বিমান সংস্থার পাইলটদের তরফে সোমবার এটিসিতে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। এরপর শেষে পাইলটদের সঙ্গেই সহযোগিতা করে মণ্ডপের লাইটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো উদ্যোক্তারা।
প্রসঙ্গত, এবছরে সংবাদ শিরোনামে ভরেছে বুর্জ খালিফা। ১৪০ ফুট উঁচু বুর্জ খালিফা দেখতে মহালয়ার রাত থেকেই শুরু লাইন। লেজার শো আর আরবীয় গানের ছন্দে রীতিমতো জমে উঠেছে পরিবেশ। ভাইরাল একাধিক ছবি ও ভিডিও। তবে শ্রীভূমির তরফে দীব্যেন্দু কিশোর গোস্বামী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "দু’মিনিটের লেজার শোয়ের আয়োজন করা হয়েছিল। তা দেখার জন্যই কাতারে কাতারে মানুষ ভিড় করছেন। ভিড় সামলানোও কঠিন হয়ে পড়ছে। সে কথা মাথায় রেখে ১০ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকেই লেজার শো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।"