চলতি বছরের শুরুতে করোনা ভাইরাস প্যানডেমিক প্রভাব কিছুটা কমলেও শেষ কয়েক সপ্তাহের পরিসংখ্যানে আবারো উদ্বেগ দিচ্ছে দেশবাসীকে। দেশে করোনা আক্রান্তের পরিমাণ এতদিন ধরে যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল যা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু শেষ এক সপ্তাহে পাল্লা দিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কিছুদিন আগে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। এরপর গতকাল এক লাফে দৈনিক সংক্রমণ বেড়ে হয়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও রোগের আগ্রাসন চোখে পড়ছে। তবে এবার আগে থাকতেই সাবধান হতে চায় রাজ্য সরকার। যাতে করোনা বেশি না সংক্রমণ হতে পারে তাই এবার পশ্চিমবঙ্গের শুরু হতে চলেছে কন্টাক্ট ট্রেসিং। আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী গতকাল সোমবার থেকেই রাজ্যের চার জেলায় ২৪ টি পুরো এলাকায় এই কন্টাক্ট ট্রেসিং চালু হয়ে গিয়েছে।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে যে হাওড়া পুরসভা এলাকার ৫০ টি ওয়ার্ড, বালি পুরসভা, কলকাতা পুরসভার পাতিপুকুর, রাজাবাজার শিয়ালদহ, বালিগঞ্জ, যাদবপুর, মানিকতলা ইত্যাদি অঞ্চলে কন্টাক্ট ট্রেসিং চালু হবে। আসলে এবার থেকে এইসব অঞ্চলে কেউ কোভিড পজিটিভ হলে সে বিগত দশ দিনে কার কার সংস্পর্শে এসেছে তা ফোন করে জানা হবে। তারপর তাদের তালিকা নিয়ে তাদের টেস্ট করা হবে। যেমন হাওড়ায় সোমবার ৬৫ জন আক্রান্ত ছিলেন। তাদের মধ্যে ৫৪ জন পুরসভা এলাকার বাসিন্দা ছিলেন। ইতিমধ্যেই তাদের থেকে সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। যাদের বাড়িতে থাকার অসুবিধা রয়েছে তাদের জন্য সত্যবালা কোভিড হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দাদের কোভিড পজিটিভ হলে তাদের রাজারহাটের সিএনসিআই কোভিড হাসপাতালে রাখা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার রাজ্যজুড়ে নতুন করোনা পজেটিভ হয়েছেন ৬৩৯ জন এবং তারমধ্যে একজনের মৃত্যু হয়েছে।