২৮ মার্চ, ২০২৩
স্বাস্থ্য

আবির্ভূত হয়েছে করোনাভাইরাসের আরও মারাত্মক রুপ : উহানের গবেষকদল

নতুন রুপ ‘নিওকোভ’-এর মারনক্ষমতা প্রতি তিনজনে এক জন
coronavirus west bengal India status Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ২০:২৮

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চিনের উহান (Wuhan) শহরে প্রথম দেখা মিলেছিল করোনা ভাইরাস SARS-CoV-2-এর, যা দ্রুত অতিমারির (pandemic) রুপ নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ভয়ঙ্কর এই ভাইরাসের জেরে যে কেবল প্রাণহানি হয়েছে, তা নয়, ভেঙে পড়েছে প্রায় সমস্ত দেশের অর্থব্যবস্থা, শিক্ষাব্যবস্থা। ভাইরাসের খোঁজ মেলার দু’বছর অতিক্রান্ত হলেও এখনও তার প্রকোপ থেকে মুক্তি পায়নি বিশ্ববাসী। এহেন পরিস্থিতির মাঝেই আবারও ভয়াবহ দিনগুলির স্মৃতি উসকে দিয়ে আশঙ্কার কথা শোনালেন সেই উহানেরই গবেষকরা। জানালেন, দক্ষিণ আফ্রিকায় (South Africa) আবির্ভূত হয়েছে করোনা ভাইরাসের নতুন রুপ ‘নিওকোভ’ (NeoCoV), যার প্রকোপে মৃত্যুহার হতে পারে আকাশছোঁয়া।

গবেষকরা জানিয়েছেন, করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ‘নিওকোভ’ বর্তমান করোনা স্ট্রেনগুলির থেকে অনেক দ্রুতহারে এক দেহ থেকে অন্য দেহে সংক্রমিত হয়। ‘নিওকোভ’-এর মারণক্ষমতাও করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে বেশি। প্রতি তিন জন সংক্রামিতের মধ্যে মৃত্যু হতে পারে এক জনের, এমনই জানিয়েছেন উহান বিশ্ববিদ্যালয়ের (Wuhan University) গবেষকরা।

কিন্তু কি এই ‘নিওকোভ’? গবেষকরা জানিয়েছেন, ‘নিওকোভ’ নামটা নতুন হলেও তা কিন্তু আমাদের পূর্বপরিচিত। ২০১২ এবং ২০১৫ সালে SARS-CoV-2-এর (Severe Acute Respiratory Syndrome Coronavirus 2) অনুরূপ এক ভাইরাস MERS-CoV-2 (Middle East Respiratory Syndrome Coronavirus 2) ছড়িয়ে পড়েছিল মধ্য প্রাচ্যের দেশগুলিতে। সেই MERS-CoV-2-এর সাথেই যুক্ত এই ‘নিওকোভ’।

দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের শরীরে খোঁজ পাওয়া গিয়েছে এই ‘নিওকোভ’ ভাইরাসের। এতদিন পর্যন্ত ধারণা ছিল, কেবলমাত্র এক বাদুড়ের দেহ থেকে অন্য বাদুড়ের দেহেই ছড়াতে পারে এই ভাইরাস, তবে সম্প্রতি এক গবেষণাপত্র সেই ধারণাকে নস্যাৎ করে তাদের রিপোর্টে জানিয়েছে, বাদুড়ের পাশাপাশি মানুষের শরীরেও সংক্রমিত হতে পারে ‘নিওকোভ’ এবং তার আরও একটি নিকটাত্মীয় PDF-2180-CoV। উহান বিশ্ববিদ্যালয়ের বায়োফিজিক্স বিভাগের বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘নিওকোভ’ ভাইরাসের শরীরে একটিমাত্র মিউটেশন হলেই তা মানব কোষে অনুপ্রবেশ করতে পারবে।

চিনা গবেষকরা এও জানিয়েছেন, ‘নিওকোভ’ ভাইরাস SARS-CoV-2 এবং MERS-CoV-2, দুই ভাইরাসেরই ক্ষমতা বহন করে। এটি যেমন SARS-CoV-2-এর মতো অতি দ্রুত সংক্রমিত হতে পারে, তেমনই এর মারণক্ষমতা MERS-CoV-2-এর মতো অত্যন্ত বেশি। তাই নতুন এই ভাইরাসটি একবার বাদুড়ের থেকে মানবদেহে ছড়িয়ে পড়লে তা যে অত্যন্ত আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে, সে কথা বলার অপেক্ষা রাখে না।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৫ সেপ্টেম্বর

করোনার সুযোগে অঙ্গ পাচারের ছক, হাইকোর্টের নির্দেশে ডিএনএ পরীক্ষা

covid 19 dead body corona
৩১ আগস্ট

এটাই প্রথম টীকা যা জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধে সক্ষম

covid vaccine
২৩ আগস্ট

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমবঙ্গের উপবূলবর্তী জেলাগুলিতে নতুন করে ত্রাস সৃষ্টি করেছে এই বিশেষ রোগ

Scrub Typhus Orientia tsutsugamushi
১১ আগস্ট

বিজ্ঞানীরা আবিষ্কার করলেন নতুন পদ্ধতি

Breathe clean air exercise
১০ আগস্ট

কর্বোভ্যাক্স‌‌ই হল একমাত্র টিকা যা ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য অনুমোদন পেয়েছিল

Covid 19 corona vaccine bottle
১০ আগস্ট

ইতিমধ্যেই ৩৫ জন সংক্রমিত, যদিও কেউ গুরুতর অসুস্থ হননি

Mouse
২ আগস্ট

সব ওয়ার্ডেই মাইকিং, হোর্ডিং, ১৬ টি বরোর চিকিৎসকদের প্রস্তুত থাকতে নির্দেশ

kolkata municipal corporation
২৯ জুলাই

দেশের সব মেডিক্যাল কলেজের মূল প্রবেশদ্বার-সহ ২৫টি স্থানে সিসিটিভি বসানোর ফরমান জারি করল কমিশন

cctv security camera
২৮ জুলাই

পুরুষদের একাধিক যৌনসঙ্গী মাঙ্কিপক্সের ঝুঁকি বাড়ায়, জেনে নিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ

Monkeypox girl b/w
২৭ জুলাই

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থার তরফে জারি করা হয়েছে নির্দেশিকা

Monkeypox
১৮ জুলাই

কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে যে, ভারতে মাঙ্কিপক্সের আমদানি হওয়ার ঝুঁকি হ্রাস করার জন্য সমস্ত আন্তর্জাতিক ভ্রমণকারীদের কঠোর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে

Monkey pox
১৮ জুলাই

সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র

Mask sanitizer