অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বহু দেশ নেমে পড়েছে করোনা ভ্যাকসিন আবিষ্কারের কাজে। তবে, স্বেচ্ছাসেবকদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় বন্ধ করে দিতে হচ্ছে একের পর এক ভ্যাকসিনের ট্রায়াল। কিছুদিনে আগেই অক্সফোর্শ বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনের ট্রায়ালের সময়ে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। এবার একই ঘটনা ঘটল মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা জনসন অ্যান্ড জনসন-এর ক্ষেত্রে।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবককে নিয়ে চলা এই ট্রায়ালের একেবারে চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ তৃতীয় ধাপে এক স্বেচ্ছাসেবকের শরীরে অজানা অসুখ দেওয়ায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই ট্রায়াল। সূত্রের খবর, ভ্যাকসিনের কার্যক্ষমতা সম্বন্ধে আরও নিশ্চিত হয়ে তবেই আবার শুরু করা হবে ট্রায়াল।
করোনার থাবায় নাজেহাল গোটা বিশ্ব। তবু, তাড়াহুড়ো করে কোন টীকা বাজারে আনতে চাইছেন না বিজ্ঞানীরা। তাঁদের দাবী, এতে উপকারের চেয়ে ক্ষতির সম্ভবনাই বেশী।