করোনা টিকা বণ্টনে নির্বাচনী পদ্ধতিকেই হাতিয়ার করা হবে এমন আন্দাজ আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার একটি এসওপি জারি করে স্বাস্থ্যমন্ত্রক টিকাকরণের বিষয়ে নিজেদের পরিকল্পনা জানালো। এই এসওপি অনুযায়ী প্রথম পর্যায়ে কোভিড যোদ্ধাদের পাশাপাশি পঞ্চাশোর্ধ নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে। আর এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে সম্প্রতি হওয়া লোকসভা এবং বিধানসভা ভোটের জন্য তৈরি ভোটার তালিকাকেই হাতিয়ার করা হবে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। প্রাথমিকভাবে ৬০০ মিলিয়ন ডোজ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার।
নির্দিষ্ট জায়গায় ক্যাম্প করে টিকা প্রদানের কাজ চলবে। প্রতি ক্যাম্পে তিনটি করে ঘর থাকতে হবে। একটা ওয়েটিং রুম, একটি ভ্যাকসিন দেওয়ার রুম এবং একটি অবজারভেশন রুম। একদিনে একটি ক্যাম্প থেকে সর্বোচ্চ ১০০ জনকে টিকা দেওয়া যাবে। টিকা দেওয়ার জন্য ৫ সদস্যের একটি করে দল থাকবে প্রতি ক্যাম্পে। প্রথমজন শুধুমাত্র ভ্যাকসিন দেবেন। দ্বিতীয়জন কারা টিকা নিলেন তাদের নাম নথিভুক্ত করবেন। তৃতীয়জন টিকা নিতে আসা মানুষদের নথি যাচাই করবেন। চতুর্থ এবং পঞ্চমজন থাকবেন ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে। জানা যাচ্ছে, এই এসওপি অনুযায়ী রাজ্যগুলিকে ২৪ ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।