এবার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে আগামী ১১ ডিসেম্বর ১২ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন (IMA)। সম্প্রতি দেশের আয়ুর্বেদিক চিকিৎসকদের সমস্ত রকম অস্ত্রোপচারের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে মূল ধারার চিকিৎসকদের মতই তারা যে কোনো অস্ত্রোপচার করতে পারবেন। তাদের শুধু অর্শ, ভগন্দর, ফিসচুলা বা হাইড্রোসিলের মত অস্ত্রোপচারেই সীমাবদ্ধ থাকতে হবেনা। আর কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ই ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন এর চিকিৎসকরা ডাক দিয়েছেন ধর্মঘটের।
যদিও ICU, ITU-এর মত আপৎকালীন পরিষেবা এবং কভিড চিকিৎসা এই ধর্মঘটের আওতায় পড়বে না। সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোর গুলিতে এই ধর্মঘট করা হবে, যাতে যোগ দেবেন ডাক্তারি পড়ুয়া, নার্সিং সংগঠন, রেসিডেন্ট ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা।