১৮ বছরের উর্ধ্বে করোনা ভ্যাকসিন (Corona vaccine) এর দুটো ডোজ নেওয়া হয়েছে এমন মানুষ এবার বুস্টার ডোজ (Booster Dose) হিসেবে কর্বোভ্যাক্স (Corbevax) নিতে পারবে, এমনই অনুমোদন দিল ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন। জানা গিয়েছে, কোভ্যাক্সিন বা কোভিশিল্ড গ্রহণের ৬ মাস পরে কর্বোভ্যাক্স বুস্টার নেওয়া যাবে।
কর্বোভ্যাক্সই হল একমাত্র টিকা যা ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাদানের অভিযানেও অনুমোদিত হয়েছে। এখনো পর্যন্ত ৮৬.৮৫ কোটি ডোজ কর্বোভ্যাক্স বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে চলতি বছরের ৪ জুন প্রথম হেটেরোলগাস বুস্টার হিসেবে কর্বোভ্যাক্স ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল। জুলাইয়ের শেষে সর্বসাধারণের জন্য কর্বোভ্যাক্স বুস্টার টিকাদানের সুপারিশ পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই কো উইন পোর্টালে কর্বোভ্যাক্স অন্তর্ভুক্ত করার জন্য যাবতীয় পরিবর্তন করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে কো উইন পোর্টালের মাধ্যমে কর্বোভ্যাক্স এর বুস্টার ডোজ গ্রহণে জন্য স্লট বুক করা যাবে।