করোনা সংক্রমনের (Corona) দ্বিতীয় ঢেউ আবহে ভারতের বুকে আঘাত হেনেছে জিকা ভাইরাস (Zika Virus)। এখনও অব্দি দেশের বিভিন্ন রাজ্যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট দাপট দেখাচ্ছে। তথৈবচ পরিচিতির মাঝেই নতুন আতঙ্ক জিকা ভাইরাস। মশাবাহিত এই রোগের শিকার হয়েছেন কেরালার (Kerala) অন্তত ১৪ জন। এই প্রসঙ্গে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, "তিরুঅন্তপুরমের ১৩ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর দেহে এই জিকা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়। সবারই নমুনা রিপোর্ট এসেছে এবং তাঁরা জিকা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে।" তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা এই জিকা ভাইরাসে আক্রান্ত। তাঁর জ্বর, মাথা যন্ত্রণা, শরীরে লাল চাকা চাকা দাগ থাকায় তিনি গত ২৮ জুন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর তার নমুনা পরীক্ষা করে জানা যায় তিনি জিকাতে আক্রান্ত। আপাতত ওই মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
প্রসঙ্গত, জিকা ভাইরাস একটি মশা বাহিত রোগ। মশার কামড়ে এই রোগ ছড়িয়ে পড়ে। প্রথমে জ্বর, শরীরে বিভিন্ন অংশে র্যাশ, গাঁটে গাঁটে যন্ত্রণা, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। এই ভাইরাসে আক্রান্ত হয়ে কোন ব্যক্তি পঙ্গু অব্দি হয়ে যেতে পারেন। এই ভাইরাস কয়েক বছর আগে ব্রাজিলে ছড়িয়ে পড়েছিল। তবে চলতি বছরে করোনা দ্বিতীয় ঢেউয়ের দোসর হয়ে ভারতের বুকে আঘাত এনেছে এই জিকা ভাইরাস। এটি যাতে গোটা দেশে না সংক্রমিত হয় তাই আগে থাকতেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু কেরল সরকার।